ডিবিএল সিরামিকসের গোপালগঞ্জ টাইলস হাউজের আউটলেট উদ্বোধন


গোপালগঞ্জে ডিবিএল সিরামিকসের গোপালগঞ্জ টাইলস হাউজ নামক একটি এক্সক্লুসিভ আউটলেট উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে গোপালগঞ্জ বঙ্গবন্ধু সড়কের পুরাতন লঞ্চঘাট এলাকায় অবস্থিত গোপালগঞ্জ টাইলস হাউজটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিরামিকসের মহাব্যবস্থাপক মোহাম্মদ বায়েজিদ বাশার, হেড অব সেলস এম আবু হাসিব রন, গোপালগঞ্জ টাইলস হাউজ এর প্রোপাটার মোঃ শফিকুল ইসলাম চৌধুরী সহ ডিবিএল সিরামিকসের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন
এ সময় বক্তারা বলেন, আউটলেটটিতে গোপালগঞ্জের ক্রেতারা সিরামিক টাইলসের একটি বৈচিত্রময় বিন্যাস দেখতে পাবেন। যার মধ্যে রয়েছে পোলিশ, পার্সেলিন, ওয়াল টাইলস, ডেকোর টাইলস এবং ডিবিএল সিরামিকসের সমস্ত এক্সক্লুসিভ রেঞ্জের টাইলস, গোপালগঞ্জ টাইলস হাউজে পাবেন।