ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২

উদ্বোধনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২। আজ বুধবার (২১ ডিসেম্বর) বিকেল চার টার সময় পটুয়াখালী ডিসি স্কয়ার মাঠে বেলুন ফেস্টুন এবং পায়রা উড়িয়ে দুই দিন ব্যাপি এই মেলা উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ শাহজাহান মিয়া (পটুয়াখালী-১), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর (সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা) উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ( সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা) আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রসাসক মোঃ শরিফুল ইসলাম, উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার মেয়ের মহিউদ্দিন আহম্মেদ, সহ আরও নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ। উদ্বোধন শেষে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন তারা। এসময় নিজ নিজ উদ্ভাবন সম্পর্কে অতিথিদের ধারণা দেন স্টল প্রধানরা। প্রধান অতিথির বক্তব্যে শাজাহান মিয়া বলেন, প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরও সহজ, সমৃদ্ধ ও স্মার্ট করে গড়ে তুলতে এবং সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রোয়জনে কাজে লাগাতে আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে হবে। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ডিজিটাল সেবা, উদ্ভাবনী উদ্যোগ, দক্ষতা উন্নয়ন এবং হাতের মুঠোয় সেবা – এ চার ক্যাটাগরিতে চারটি প্যাভিলিয়ন রাখা হয়েছে। মেলায় প্রায় (আনুমানিক) ৮২ থেকে ৮৫ টি স্টল ছিলো। বৃহস্পতিবার সন্ধ্যায় মেলাটি শেষ হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *