প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২২, ১১:৪৮ অপরাহ্ণ
ডিএনসি বরিশাল গোয়েন্দা কর্তৃক ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ০১
বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০০০ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা বিভাগ। গতকাল ১৮জুলাই গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন এর নেতৃত্বে মুলাদী কাজীরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাহবুব সামু ও তাসলিমা বেগমের পুত্র মোঃ সানি (২২)কে ১হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়।
এদিকে মাদক দ্রব্যের অভিযানের খবর পেয়ে এই চালান গ্রহণকারী অন্য এক ব্যবসায়ী নগরীর ২৮নং ওয়ার্ডের শেরেবাংলা সড়কের আজিজ খান ও রোকেয়া বেগমের পুত্র মোঃ রিয়াজ মাহমুদ (৪৭)পালিয়ে যায়। এ বিষয় সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন বলেন,,,সানি নামের এক মাদক ব্যবসায়ী ১০০০পিচ ইয়াবার একটি চালান নিয়ে বরিশাল নগরীর রিয়াজ মাহমুদের কাছে আসছে এমন একটি খবর আসে আমাদের কাছে।
এই গোপন সংবাদের ভিত্তিতে আমরা রিয়াজের বাড়ির আসপাশ এলাকায় অবস্থান করি। সানি রিয়াজের কাছে ইয়াবা প্রদান করার সময় তাদের চারদিক ঘিরে ফেলি।এরপর আমরা ইয়াবাসহ সানিকে আটক করতে সক্ষম হয়েছি। তবে উৎসুক জনতার অতিরিক্ত আগ্রহের কারনে রিয়াজ মাহমুদ পালিয়ে যায়। আমাদের অভিযান অব্যাহত রয়েছে অতি দ্রুত রিয়াজ মাহমুদকে আটক করতে পারবো বলে আশা প্রকাশ করছি।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত