মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় বরিশাল জেলা কার্যালয় “ক” সার্কেলের দ্বায়িত্বরত উপ-পরিদর্শক জনাব মোঃ ওবায়দুল্লাহ খানের নেতৃত্বে চৌকস অফিসার দ্বয়ের একটি রেইডিং টিমের তল্লাসী অভিযানে ১৭ বোতল ফেনসিডিলসহ (নিষিদ্ধ বোতলজাত মাদকদ্রব্য কোডিন মিশ্রিত তরল পদার্থ যার বানিজ্যিক নাম ফেনসিডিল) ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের “ক” সার্কেলের উপ-পরিদর্শক জানাব মোঃ ওবায়দুল্লাহ খান জানান, গোপন সংবাদ প্রাপ্ত হয়ে আজ ২৭ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল সারে সাতটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় জেলা কার্যালয় “ক” সার্কেলের এ.এস.আই মোঃ সাইদুল হক, এ.এস.আই মোঃ আব্দুল আজিজ খান, সিপাই মোঃ নাঈম, মোঃ সবুর, মোঃ সোহাগ, সুমাইয়া বিথি এবং মোঃ ফয়েজ আহম্মেদ দ্বয়ের সমন্বয়ে গঠিত একটি রেইডিং পার্টি নিয়ে বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদস্থ শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার এর গেটের সামনে ঢাকা বরিশাল মহাসড়কে ঢাকার দিক থেকে আগত বিআরটিসি বাস এর গতি রোধ করে বাসটি বিধিমতে তল্লাশী পূর্বক ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন খাসমহল এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুস মাঝির ছেলে (আটকৃত) রাসেল মাঝি (৩১) এর নিকট থাকা ছোট একটি ট্রাভেল ব্যাগে ১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরিশাল এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর ১৪ (খ) ধারায় নিয়মিত মামলা দায়ের ও জেল হাজতে প্রেরন প্রক্রিয়াধীন রয়েছে।