ডিআইজি হাবিবুর রহমানের ঈদ উপহার পেয়ে উচ্ছ্বসিত তৃতীয় লিঙ্গের মানুষ
করোনা পরিস্থিতি বিবেচনায় ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) বরাবরের ন্যায় এবারো গোপালগঞ্জের প্রায় অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) পাঠিয়েছেন। ডিআইজি হাবিবুর রহমানের পাঠানো ঈদ উপহার সোমবার রাতে স্বাস্থ্যবিধি মেনে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা তার নিজ কার্যালয়ের সামনে তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষের মাঝে (চাল, ডাল, তেল, সেমাই, নুডুলস, প্যাকেট জাত বিস্কুট) তুলে দেন।
মানবিক পুলিশ কর্মকর্তার পাঠানো উপহার (খাদ্য সামগ্রী) পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে সজোরে করতালি দেন এবং ডিআইজি হাবিব সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা সকলকে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার পরামর্শ দেন এবং জরুরী প্রয়োজনে মাস্ক ব্যবহার করে বাহিরে চলাফেরা করার অনুরোধ জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আব্দুর রহমান, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম, ওসি তদন্ত শীতল চন্দ্র পাল সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।