ডাঃ তৌফিক উল্লাহ খাঁনের সেবাই ধর্ম ও কর্ম নেই ঈদের ছুটি
ডাঃ তৌফিক উল্লাহ খাঁনের সেবাই ধর্ম ও কর্ম নেই ঈদের ছুটি। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ৷পবিত্র ঈদুল আযাহার আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি৷এই প্রত্যাশায় ডাঃতৌফিক উল্লাহ খান৷উপ-কমিউনিটি মেডিকেল অফিসার রামু উপজেলা স্বাস্থ্য কমল্পেক্স কক্সবাজার ৷আজকের এই কোরবানির দিনে সকলের দোয়া ভালোবাসার প্রতিক হয়ে সেবা দিচ্ছেন৷তিনি বলেন আমি একজন ডাঃ আমার কাছে অসুস্থ মানুষের সেবাই ধর্ম ও কর্ম৷
আজকের এই মহান দিনেও আমি অসুস্থ মানুষের সেবা করতে পারছি ও তাদের পাশে থেকে ঈদের খুশিটা অনুভব করছি৷আজকের এই কোরবানি ঈদের দিনে মানুষের মনের পাপ কালিমা গুলোকে কোরবানি দেওয়াটাই হবে আল্লাহ তাল্লাহর কাছে গ্রহন যোগ্য কোরবানি৷তাই সকলের কাছে আমার বিশেষ অনুরোধ শুধু পশু কোরবানি নয়৷আমাদের মনে মধ্যে লুকিয়ে থাকা পশুটা কোরবানি দেওয়া মাধ্যমে আগামি পথ চলাকে সুন্দর ও শুভময় করে এগিয়ে যাই৷তিনি সকলে কাছে দোয়া কামনা করেন৷