“ঠার” মোড়ক উন্মোচন হতে চলেছে, জয় হোক মানবতার
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আলোর মুখ দেখতে চলেছে বিশিষ্ট গবেষক ও ঋদ্ধ লেখক, বাংলাদেশ পুলিশের আইকন, ঢাকা রেঞ্জের ডিআইজি শ্রদ্ধেয় হাবিবুর রহমানের রচিত বাংলাদেশের বেদে জনগোষ্ঠীর নিজস্ব ভাষা বিষয়ক গবেষণাধর্মী গ্রন্থ “ঠার” বেদে জনগোষ্ঠীর ভাষা।
আগামীকাল সোমবার (২২শে ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন উপলক্ষ্যে একটি মনোজ্ঞ প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশ বরেণ্য বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক ও শিল্পীবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানাগেছে।