(ঠাকুরগাঁও) হরিপুরে কে, এস প্রতিবন্ধী স্কুলে শীতবস্ত্র বিতরণ
হরিপুর (ঠাকুরগাঁও) উপজেলায় দুই নংআমগাঁও ইউনিয়নের কামার পুকুর মোড়ে কে,এস প্রতিবন্ধী স্কুলে আজ ০৭-১২-২০২০ ইং তারিখে সকাল ১০ টায় প্রতিবন্ধী ছাএ /ছাএী, গরীব অসহায় ও এতিম শিশুদের মাঝে,১৬০ টি শীতবস্ত্র বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী অফিসার জনাব, আব্দুল করিম স্যার আরো উপস্হিত ছিলেন দুই নং আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জনাব পাভেল তালুকদার আরো উপস্হিত অএ প্রতিষ্ঠানের সভাপতি, বীর মুক্তি যোদ্ধা জনাব,সলেমান আলী।এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক জনাব,মোঃ নুরবক্ত আরো উপস্থিত ছিলেন এলাকার সুধী সমাজ। ,স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও পির্ন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।উপজেলা নির্বাহী অফিসার মহোদয় শুভেচ্ছা বক্তব্য তে একটি কথা বলেন যে সব জন্য তার দাঁড় সব সময় খোলা। আরো বলেন, গরীর অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অন্যান্য সহযোগিতা করে থাকি,এ বলে তিনি তার স্বাগত বক্তব্য দিয়ে কম্বল বিতরণের উদ্ভোদন অনুষ্ঠান শুরু করেন।