প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৩:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ
ট্রেনযোগে প্রধানমন্ত্রীর জনসভায় গেলেন ৫ হাজার নেতাকর্মী
রাজশাহীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে নওগাঁর রাণীনগর উপজেলা থেকে স্পেশাল ট্রেনযোগে ৫ হাজার নেতাকর্মী গেলেন রাজশাহীতে। রবিবার সকাল সাড়ে ১০ টায় রাণীনগর স্টেশন থেকে শান্তাহার স্পেশাল ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যান। সূত্র মতে, রবিবার রাজশাহীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলালের নেতৃত্বে রাণীনগর উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রবিবার ভোর থেকে শুরু করে সকাল ১০টা পর্যন্ত স্টেশন এলাকা ও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।
এরপর সকাল থেকেই পার্টি অফিস এবং স্টেশন এলাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্লোগানের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু জানান, স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলালের নেতৃত্বে আমরা রাণীনগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায় ৫ হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে যাচ্ছি। এমপি আনোয়োর হোসেন হেলাল বলেন, রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জন সমুদ্রের রূপান্তর করতে নওগাঁ-৬ আসন থেকে ট্রেন, ট্রাক ও বাস যোগে প্রায় পাঁচ থেকে ছয় হাজার নেতাকর্মী ও সমর্থক যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গত পরশুদিন থেকে এলাকার নেতাকর্মীরা অনেকেই রাজশাহী গিয়ে অবস্থান করছিল এবং রবিবার সকালবেলা স্পেশাল ট্রেনযোগে নেতাকর্মীরা রাজশাহী গিয়েছেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত