ট্রাকের চাপয় এক পথচারীর নিহত


বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বদরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী মৃত্যু হয় এবং অন্য একজন গুরুতর ভাবে আহত হয়। আজ মঙ্গলবার (২০ নভেম্বর) আনুমানিক ৭ঃ৫০ মিনিট এর দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বদরপুর বাসস্ট্যান্ডের চার বন্ধু সড়কের পাশ দিয়ে হেটে আসার সময় একটি মাইক্রো এসে অপর দিক দিয়ে আসা ট্রাক টিকে চাপ দেয়, যার কারণে ট্রাক টি নিয়ন্ত্রণ হারিয়ে পল্টি দেয়। তখন চার জনের মধ্যে দুজন সরে যেতে পারলেও বাকী দুজন আসতে পারে নি। তারা ট্রাকের নিচে চাপা পড়ে। যার মধ্যে একজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং অন্য জনকে ট্রাকের নিচ থেকে গুরুতর ভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশালের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়। জানাযায়, নিহত লোকটির নাম “নাইম”। বয়স ১৭, তার বাড়ি বদরপুরের মৌকরন নামক গ্রামে। ট্রাক চালক এবং হেলপার, দুজনেই পলাতক। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইলে আসাদ নামের এক যুবক যায়না, ওরা চার জন একসাথে হেঁটে যাচ্ছিল তখন একটি মাইক্রো এসে অপর দিক থেকে আসা ট্রাকটিক একটি চাপ দেয়, যার কারণে ট্রাকটি পোল্টি দেয়। তখন চারজনের মধ্যে দুজন সরে যেতে পারলেও বাকি দুজন ট্রাকের নিচে চাপা পড়ে। একজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজনকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশালে চিকিৎসার জন্য পাঠানো হয়।