পটুয়াখালীতে প্রতিনিয়ত বাড়তে ট্রলি/মাহিন্ড্রা/ট্রাক্টর এর মত যানবাহন। যার কারণে প্রতিদিনই হচ্ছে দূর্ঘটনা। পটুয়াখালীর বিভিন্ন প্রতিষ্ঠান মালামাল বহন করার জন্য ব্যবহার করেছে এই ধরনের যানবাহন। এই এলাকার মানুষ এটিকে ট্রলি অথাবা মাহিন্ড্রা নামে চিনে থাকে। আজ (২৬ নভেম্বর) পটুয়াখালী ডিসি কোর্ড এর মেইন গেটের সামনে আনুমানিক সন্ধ্যা ৫ টা ৩০ মিনিট এর দিকে সিমেন্টের বস্তা বোঝাই এক ট্রলি যাওয়া সময় ট্রলি থেকে এক আঠা বস্তা পরে এবং সে সময়ই একটি মটর সাইকেল চলে আসে। মটর সাইকেলটির সামনে বস্তা গুলো পড়ায় মটর সাইকেলে থাকা ১ নারী সহ ২ পুরুষ মটর সাইকেল নিয়ে পড়ে যায়। এ ঘটনায় সেখানে থাকা ৩ জন গুরুতর ভাবে আহত হয়। আহত সেই নারী জানায়, আমি আমার স্বামীকে ডাক্টার দেখানোর উদ্দেশ্য পটুয়াখালী শহরের মধ্যে যাচ্ছিলাম। এ সময় হঠাৎ একটি ট্রলি থেকে একটি বস্তার আঠা আমাদের মটর সাইকেল এর সামনে পড়ে। এই কারণে আমাদের মটর সাইকেলটি পোল্টি দেয়। এতে আমি সহ আমার স্বামী ও ড্রাইভার গুরুতর আহত হয়। তিনি আরো বলেন, এই ধরনের যানবাহনের কারণে প্রতিদিন অনেক দূর্ঘটনার শিকার হচ্ছে আমাদের মত সাধারণ জনগণ। আমরা এর তীব্র নিন্দা এবং এই ধরনের যানবাহন বন্ধের প্রতিবাদ যানাই। পটুয়াখালী তে এই ধরনের যানবাহন দিন দিন বেড়েই চলেছে। এরা মানছেনা কোনো ট্রাফিক আইন, নেই কোনো কাগজ পত্র। তাই এই ধরনের যানবাহন বন্ধ না করা হলে দূর্ঘটনার হারও বেড়ে যাবে বলে, বলছে স্থানীয়’রা।