প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২০, ৪:৩৬ অপরাহ্ণ
টুঙ্গীপাড়া” সেচ্ছায় রক্তদান গ্রুপের কর্মসূচী পালন।
'হাসবে রুগী বাঁচবে প্রান আমরা করবো রক্তদান' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩১ আগস্ট সোমবার ১১টায় টুঙ্গীপাড়া শেখ রাসেল পৌর পার্কের গনপূর্ত ভবনে পালিত হলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। উক্ত দিবসে উপস্থিত ছিলেন আশিকুর রহমান সাহেদ যুগ্মসাধারন সম্পাদক টুংগিপাড়া উপজেলা ছাত্রলীগ। শাওন খলিফা প্রচার সম্পাদক টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ। রইচ খলিফা ত্রান বিষয়ক সম্পাদনা সোহেল শেখ আপ্যায়ন বিষয়ক সম্পাদক আহসান আল-মামুন ক্রীড়া বিষয়ক সম্পাদক টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ। শেখ কামরান সভাপতি, শেখ রাসেল শিশু কিশোর টুঙ্গিপাড়া উপজেলা। এবং স্বেচ্ছায় রক্তদান গুরুপের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। টুঙ্গীপাড়া স্বেচ্ছায় রক্তদান গ্রুপ আজ পর্যন্ত ১৬৪ ব্যাগ রক্ত মানুষের সেবায় দিতে সক্ষম হয়েছে। উপস্থিত ব্যক্তি বর্গরা তুলে ধরেছেন রক্ত যে একটা মানব শরীরে কতটা গুরুত্ববহন করে সেই বিষয়টা। তাদের একটাই অনুরোধ প্রতিটা মানুষ যেনো মানুষের পাশে এসে স্বেচ্ছায় রক্তদানে উদবুদ্ধ হয়। তারা যেন মানুষের পাশে থেকে মানুষের জিবন বাঁচানোর কাজে সারাজিবন একত্রিত থাকে, এই অঙ্গীকারে অঙ্গীকার বদ্ধ হয়। আব্দুর রহমান এডমিন: স্বেচ্ছায় রক্তদান
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত