গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা গ্রামে পশ্চিমপাড়ার আজিম বাজার নামক এলাকায় মৃত ইদ্রিস শেখের স্ত্রী রুবি বেগম (৪০)কে মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠিয়েছে পাষন্ড ভাশুর ইশ্রাফিল শেখ গং। দির্ঘ্যদিন যাবৎ বিধবা রুবিয়া বেগম’র ভাশুর ইশ্রাফিল শেখ জমি জমা সংক্রান্ত বিষয়ে একের পর এক ঝামেলা তৈরি করে আসছে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে ইশ্রাফিলগং দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে বিধবা নারী রুবিয়া বেগমের উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় টুঙ্গিপাড়া ১০০ শয্যা হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
আহত রুবিয়া বেগম বলেন স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগন সমস্যা সমাধান করলেও ইশ্রাফিল শেখ তাহা উপেক্ষা করে। সে কোন প্রকার আঈন মানেনা। আমি একজন বিধবা নারী সন্তানদের নিয়ে সর্বক্ষন আতঙ্কে থাকি। যাহাতে সন্তানদের নিয়ে নিজ স্বামীর বসত ভিটায় বসবাস করতে পারি এবং আমার প্রতি হামলার সুষ্ঠ ন্যায় বিচার আশা দাবী করছি। যাহাতে এরকম ঘৃনিত কাজ আর কেহ করার সাহস না করে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ আশা করি।