টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে ফরম জমা দিলেন মোঃ ফোরকান বিশ্বাস


এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস। বুধবার বিকালে রাজধানীর ধানমন্ডি’তে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে আওয়ামীলীগ সভানেত্রী ও দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা বরাবর লিখিত আবেদনপত্রটি জমা দেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস।
এর আগে গত ২ ডিসেম্বর তৃণমূলের মতামতের ভিত্তিতে পৌর নির্বাচনে সম্ভাব্য দলীয় প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ০৮(আট) জনে নাম হাইকমান্ডে প্রস্তাব করা হয়। তার মধ্যে বর্তমান টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাসের নাম রয়েছে। এর আগে দলীয় মনোনয়ন পেতে ফরম ক্রয় করেন বর্তমান মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, সাবেক মেয়র মোঃ ইলিয়াস হোসেন, শেখ কামরুল হাসান টবা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শেখ অলিদুর রহমান হিরা, শেখ জাহিন আহম্মেদ সাবু, পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল এবং টুঙ্গিপাড়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ-সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।
দলীয় সূত্র জানায়, তৃতীয় ধাপে টুঙ্গিপাড়াসহ দেশের ৬৪টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের মধ্যে রবিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারী ২০২১ টুঙ্গিপাড়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।