টুঙ্গিপাড়া ডুমুরিয়ায় আগুনে পুড়ে ছাঁই হলো ৭ টি দোকান।

আগুন যেখানেই ছড়ায় ভশ্মীভূত করে দেয় সবকিছু, তার হাত থেকে রেহাই পেলো না গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের আতির মোর নামক স্থানে। পুড়ে গেলো ৬/৭ টি দোকান ডাক্তারি চেম্বার, সারের দোকান, মুদি দোকান, রাস্তার কাজে নিয়োজিত শ্রমিকদের আবাসস্থল, সেলুন। ঘটনাস্থল থেকে পাওয়া সূত্রে সবার ধারণা ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত। আগুন খুব দ্রুতই চারিদিকে ছড়িয়ে পড়ে এবং চোখের সামনে পুড়ে ছাঁই হয়ে গেলো সবকয়টি দোকান। তবে কোনো প্রানহানি ঘটেনি। ফায়ার সার্ভিসকে জানানো হলেও সময় মতো তারা পৌছানোর আগেই সবকিছু শেষ হয়ে গেছে। স্থানীয় মেম্বার জনাব মোঃ খোকন তালুকদার, জনাব মোঃকবির আলম তালুকদার উপস্থিত ছিলেন এবং লোকজন নিয়ে তাদের সাদ্ধোমতো চেষ্টা করেছে শেষ রক্ষা হিসেবে পেয়েছে কয়েকমুঠো ছাঁই। ফায়ার সার্ভিসের সময় মতো না পৌছানোর কারনে ক্ষতির মাত্রাটা বেশি হচ্ছে। এটি একটি ব্যস্ততম বাজার ও বলা চলে সারাদিন অনেক লোকের সমাগম থাকে, প্রতিনিয়ত সকাল বিকাল বাজার বসে এখানে। আশেপাশের গ্রাম পাড়াগায়ের মানুষের নিত্য প্রয়োজনীয় সব রকম জিনিস পাওয়া যায় এখানে। এটি এমন একটি ব্যস্ততম স্থান যে, প্রধান তিনটি রাস্তার সংযোগ স্থল একদিকে টুঙ্গিপাড়া, একদিকে কোটালিপাড়া, একদিকে বাঁশবাড়িয়া বাজার। সামান্য অসতর্কতার কারনে ক্ষতি হয়ে গেলো লক্ষ লক্ষ টাকার। ঘটনা স্থলে গিয়ে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আল মনসুর। আগুন থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করতে হবে। নিজে সতর্ক হন অন্যকে সতর্ক করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *