টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে বিআরএসএ’র শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জিয়াউল-কাওসার-জাহিদ-ইমরুল-বারী পরিষদ। শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরিষদের নেতৃবৃন্দ। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় সভাপতি প্রার্থী জিয়াউল হক, সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী শফিউল বারী, যুগ্ম সম্পাদক প্রার্থী ইমরুল খোরশেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সভাপতিপ্রার্থী জিয়াউল হক বলেন, বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিসের কর্মকর্তারা রাজস্ব আদায়ের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলস কাজ করে যাচ্ছেন। আগামী ৯ অক্টোবর কার্যকরী সংসদ নির্বাচনে আমরা বিজয়ী হলে পর্যায়ক্রমে সারাদেশে ডিজিটাল রেজিষ্ট্রেশন বাস্তবায়ন, কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ইন্সটিটিউিট স্থাপন, নিবন্ধন অধিদপ্তরের জন্য জমি বরাদ্দ, ভবন নির্মাণ, নবসৃজিত পদের নিয়োগবিধি অনুমোদন দেয়া হবে। এছাড়া আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের অন্তত ১০টি অফিসে ডিজিটাল রেজিষ্ট্রেশনের পাইলটিং কার্যক্রম শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *