আজ ৮ই আগস্ট ২০২০। আজ থেকে আরো ৯০ বছর পূর্বে ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি মাননিয় প্রধান মন্ত্রীর মাতা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তার বাবার নাম শেখ জহুরুল হক এবং মায়ের নাম হোসনে আরা বেগম।
আজ তার ৯০ তম জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে টুঙ্গিপাড়া আওয়ামীলীগের দলিয় কার্যালয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ ই আগস্টে শাহাদাৎ বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়। এবং দেশবাসীর সার্বীক মঙ্গল কামনা করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস , টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম,সাবেক টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শুকুর শেখ, টুঙ্গিপাড়া মহিলা আওয়ামীলীগের সভাপতি জোনাকি আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি তৌফিক বিশ্বাস, সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।