টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা
ইবাদুল রানা, কাশিয়ানী প্রতিনিধিঃ টুঙ্গিপাড়া এবং কাশিয়ানীতে নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত আজ মঙ্গলবার গোপালপঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় নতুন করে আরো ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং নতুন করে ৪ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন।
টুঙ্গিপাড়া উপজেলায় মোট আক্রান্ত ১০১ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যাদের নমুনা নিয়ে সনাক্ত হয়েছে তারা , ঢাকা থেকে করোনা পজিটিভি হয়ে আসা রোগী ২জন, মোট মৃত্যু ১ জন এবং সুস্থ্য হয়েছে মোট ৪৮ জন।
অপর দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় আজ নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সাজাইল ইউনিয়ন-১, কাশিয়ানী সদর ইউনিয়ন-১, ফুকরা ইউনিয়ন-১, এবং পুইশুর ইউনিয়ন-১। কাশিয়ানী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাইয়ুম তালুকদার এই তথ্য নিশ্চিত করেন।
এই নিয়ে কাশিয়ানী উপজেলায় করোনা আক্রান্ত মোট ১৪০ জন, মোট মৃত্যু ২ জন এবং সুস্থ্য হয়েছে মোট ১০৩ জন।
উভয় উপজেলার আক্রান্ত ব্যক্তিদের গত ২৯ জুন সোমবার নমুনা সংগ্রহ করা হয় এবং আজ ৩০ জুন মঙ্গল বার সন্ধ্যায় তাদের সকলের রিপোর্টে করোনা পজিটিভ আসে ।