গত ১২ এপ্রিল সরকার ঘোষিত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন চলমান আছে। তাতে বেশ কিছু বিধি নিষেদ আছে। যা আমরা টুঙ্গিপাড়াবাশী কেউ এই বিধি নিষেধ তোয়াক্কা করিনা। তাই যার যার ইচ্ছামতো দোকান খোলা রাখি,রাস্তাঘাটে সব জায়গায় লোকজনের চলাচল, অটোরিক্সা, ভ্যান সমানে চলে মাঝে মাঝে মাহিন্দ্রও দেখা দেখা যায়। বিধি নিষেধের মধ্যে আছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান সকাল ৯ টা থেকে ৩টা পর্যন্ত খোলা থাকবে সামাজিক দূরত্ব বজায় রেখে তাহলে কসমেটিক্স, চায়ের দোকান, ফলের দোকান, গার্মেন্টেস, ছাড়াও আরো অনেক দোকান আছে যে গুলোকে আমরা নিত্যপ্রয়োজনীয় দোকান বলতে পারি।
যদি তাই না হয় তবে এগুলো খোলা থাকবে কি কারনে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাতে কোন সমস্যা নাই করান টুঙ্গিপাড়া বেশ কিছু কোচিং সেন্টার আছে যে গুলো সরকারি নিষেধ না মেনেই সকাল ৬ টা থেকে তাদের ক্লাসের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। টুঙ্গিপাড়া থানার সহকারী কমিশনার (ভূমি) করোনা পজেটিভ তাহলে আমরা এখনও সচেতন হইনা কেন। প্রশাসনের নিকট একটিই প্রশ্ন কেন সরকারি বিধিনিশেধ মানা হচ্ছে না। প্রতিদিন বাংলাদেশে করোনা রোগে মৃত্যুর রেকর্ড ভাঙ্গছে তারপরেও আমরা সেচেতন হই না।