করোনা প্রতিরোধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোঃ বাবুল শেখের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
বিশ্বজুড়ে করোনা (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যু মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। বাংলাদেশেও এ হার বেড়েছে ব্যাপক হারে। কারণ হিসেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি না মানা ও অসচেতনতাকে
দায়ী করছেন। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনগণকে নিরাপদে রাখতে সরকার ইতোমধ্যেই একসপ্তাহের লকডাউন কার্যকর করেছেন। কিন্তু এতেও কোন ফল না হওয়ায় ২য় দফায় আগামী ১৪ এপ্রিল থেকে দেশজুড়ে আরেক সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ এপ্রিল) টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের উদ্যোগে পাটগাতী বাসস্ট্যান্ড, পাটগাতী বাজারে পথচারী,ভ্যানচালক ও ব্যবসায়ীদের মাঝে এ মাক্স বিতরণ করেন।
এলাকায় সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ গণমাধ্যমকে বলেন, করোনায় আতংক নয়, মহামারী করোনা (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, সরকারি নির্দেশনা মেনে চলুন, স্বাস্থ্য সচেতন হোন, নিরাপদে থাকুন।
এসময় টুঙ্গিপাড়া শ্রীরামকান্দি ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফয়সাল, মোঃ দুলু শেখ, মো মিটু মোল্লা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, উপস্থিত।