টুঙ্গিপাড়ায় ৬ দিনব্যাপী ‘মুজিববর্ষ লোকজমেলা’ নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৬ দিনব্যাপী “মুজিববর্ষ লোকজমেলা” শুরু হয়েছে । টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে। চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
সোমবার (২১ মার্চ) বেলা ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জেলা প্রশাসক শাহিদা সুলতানা এক সংবাদ সম্মেলনে এই মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য এ মেলা উন্মুক্ত থাকবে। মেলায় দেশের ৬৪ জেলার একশতটি স্টল রয়েছে । এসব স্টলের মাধ্যমে তুলে ধরা হবে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে।
এই মেলায় প্রতিদিন বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের ওপর বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন, স্যুভেনিড় প্রকাশ, পোস্টার প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে জানান জেলা প্রশাসক।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান সহ প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গনমাধ্যমকর্মীবৃন উপস্থিত ছিলেন।