টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের সাথে সদ্য যোগদান কৃত উপজেলা নিবার্হী অফিসারের মতবিনিময়
আজ রবিবার (১৯শে জুন) বিকেল ৫:০০ ঘটিকায় উপজেলা পরিষদের বজ্রকণ্ঠে টুঙ্গিপাড়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নিবার্হী অফিসার (UNO) মোঃ আল মামুন এর সাথে কর্মরত সকল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সভাপতি বি এম গোলাম কাদের, দৈনিক শতবর্ষ এর সম্পাদক এস এম তরিকুল ইসলাম, ক্লাবের সকল নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ দেদারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাজেদুল হক, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কে এম শওকাত আলী মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক, এস এম বিপুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী বিশ্বাস (মাসুম), প্রচার সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, কোষাধ্যক্ষ বি এম শামীম, ফারহান খান লাবীব সদস্য প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা জাতির বিবেক, সমাজের দর্পণ, আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আপনাদের ভূমিকা অপরিসীম।
পরিশেষে তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অগামী ২৫ তারিখ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে যাতে কোন নাশকতা সৃষ্টি করতে না পারে সেদিকে সকল কে সতর্ক দৃষ্টি রাখার জন্য বলেন।