প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৯:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২০, ১:৫৪ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উদযাপন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন আজ রোববার (১৮ অক্টোবর)। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দেশ ব্যাপি আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করা হচ্ছে। টুঙ্গিপাড়ায় ও নানা আয়োজনে পালিত হয় দিনটি। টুঙ্গিপাড়া পৌরসভা ও শেখ রাসেল শিশু নিকেতন এর উদ্যোগে র্যালী আলোচনা সভা ও জন্মদিনের বিশেষ কেক কাটার মাধ্যমে কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও শেখ রাসেল শিশু নিকেতন এর প্রধান শিক্ষক শেখ সাইফুল ইসলামের নেতৃত্বে আজ রোববার সকাল ১০ টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে চিরনিদ্রায় শায়িত জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণত সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল হক বিশ্বাস সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত