টুঙ্গিপাড়ায় শেখ মিলি ও শেখ সাঈদের সুস্থ্যতা কামনায় কোরআন খতম ও দোয়া

সুস্থ্যতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো বোন ও ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলি ও প্রধানমন্ত্রীর খালাতো ভাই ও আমরা টুঙ্গিপাড়াবাসী সমিতির সভাপতি শেখ সাইদুল ইসলাম (সাঈদ) এবং তাদের পুত্র শেখ রিশাদের করোনা মুক্তির জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। রবিবার বাদ আছর স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ মিজানুর রহমানের আয়োজনে উপজেলার বাঁশবাড়িয়া ঝনঝনিয়া মাদ্রাসা ও এতিম খানায় তাদের সুস্থ্যতা কামনায় কোরআন খতম ও দোয়া করা হয়।

এসময় বাঁশবাড়িয়া ঝনঝনিয়া মাদ্রাসার মোহতামিম মওলানা নুরুল হক, ডুমরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক তালুকদার, ইউপি চেয়ারম্যান কবির আলম তালুকদার, ডুমরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্বাস তালুকদার, ডুমরিয়া ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি দবির তালুকদার ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শওকত শেখ সহ ছাত্রলীগ ও ধর্মপ্রান মুসল্লীগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করোনাকালে শেখ মিলি ও শেখ সাঈদ সম্মুখ সাড়ির যোদ্ধা হিসাবে খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়েছে ও টুঙ্গিপাড়ায় মিটিং, অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহন করে। তারা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *