টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা
কৃষি ব্যবস্থা যান্ত্রিকীরণের অংশ এবং কৃষি পন্যের সম্নয়ে আগামীকাল ২৭ জুলাই সোমবার থেকে ৩ দিন ব্যপি টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্তরে কৃষি প্রযুক্তি মেলা হওয়ার কথা থাকলেও বিশেষ কারন বশত আজ রবিবার ২৬ জুলাই বিকাল ৩ টায় উদ্ভধন করে মেলা শুরু করা হয়। রবিবার উপজেলা পরিষদ চত্বরে এ মেলা শুরু হয়ে শেষ হবে আগামী মঙ্গলবার ।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ বাড়ির আঙিনার কোথায়ও যেন জায়গা ফাঁকা না থাকে এর ফলে কৃষিপন্য সহ দেশীয় কৃষির সর্বশেষ অবস্থা তুলে ধরার পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যাবে। গোপালগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা,পিরোজপুর ও খুলনা কৃষি উন্নয়ন অধিদপ্তর এর আওতায় এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সরকারি-বেসরকারি ২০টি স্টল আছে। যাতে নতুন নতুন প্রযুক্তি নির্ভর কৃষি যন্ত্রপাতি ও কৃষি পন্য, পদ্ধতি প্রদর্শনী করা হয়েছে। এছাড়া র্যালি ও সভা-সেমিনারে বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছে।