প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৪, ২০২১, ৭:৩৩ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে রনি সরদার (২৭) নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বর্নি ইউনিয়নের উত্তর বর্নি গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুৎপৃষ্ঠে মারা যাওয়া শ্রমিক গোপালগঞ্জ সদর উপজেলার সিংগারকুল গ্রামের আইয়ুব সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে বর্নি উচ্চ বিদ্যালয়ের পাশে রনি সরদার নামে এক শ্রমিক গাছ কাটতে ওঠে। তখন বিদ্যুৎ লাইন বন্ধ না থাকায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গাছেই ঝুলে থাকে।
এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে। এসময় টুঙ্গিপাড়া ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম ও বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা উদ্ধার কাজের তদারকি করেন।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সর্দার শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু উচ্চতা বেশি হওয়ার গোপালগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তখন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গাছে ঝুলে থাকা রনি সরদারকে উদ্ধার করে। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত