প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২০, ৩:৪৪ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ জেলা আওয়ামী মৎসজীবী লীগের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
আজ ৮ ই আগস্ট শনিবার বেলা ১২ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটি। জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন। টুঙ্গিপাড়ায় কেন্দ্রিয় কমিটি অবস্থানকালে জাতির পিতার স্থানীয় বাড়ি, জাদুঘর ও লাইব্রেরী পরিদর্শন করেন। পরে জাতির জনকের কবর জিয়ারত এবং তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটি শেখ ইমরান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আখতারুজ্জামান অনিক, টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি শেখ মুকুল, কোটালিপাড়া থানা সভাপতি এস,এম বদিউজ্জামান, গোপালগঞ্জ সদর থানা সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত