টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এর শ্রদ্ধা নিবেদন
আজ ৭ ই আগস্ট শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ ও নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ.এম. আমিনুল হক। শুক্রবার বেলা ১২ টায় তিনি জাতির পিতার সমাধি সৌধে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। টুঙ্গিপাড়ায় এ.এম. আমিনুল হক অবস্থানকালে তিনি জাতির পিতার স্থানীয় বাড়ি, জাদুঘর ও লাইব্রেরী পরিদর্শন করেন। পরে তিনি জাতির জনকের কবর জিয়ারত এবং তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এ.কে.এম ওয়াহেদ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য, উপ-বিভাগীয় প্রকৌশলী সাদিউল আলম চয়ন, টুঙ্গিপাড়ার উপ-সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস, নাছির উদ্দিন সহ কর্মচারীবৃন্দ উপস্তিত ছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য ও অভিমত লিখে স্বাক্ষর করেন।