গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্রগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের সদ্য পদোন্নতি প্রাপ্ত অধ্যাক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান ।
আজ রবিবার (২৩ অক্টোম্বর) দুপুর ২টায় তিনি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে করেন তিনি।
এসময় ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউ চট্রগ্রামের সিএনআই মেহেদি হাসান, এডমিন অফিসার শাহজাহান, আবাশিক অফিসার শহ আলমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।