টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ” এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
আজ শুক্রবার (১৫ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধি সৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানাড। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়াম্যান মো: সোলায়মান মিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠাতা মহাসচিব মো: শরিফুল ইসলাম বাবু, ভাইচ চেয়ারম্যান সজিব সরকার, আমিনুল ইসলাম, টিপু সুলতান, শাহ আলম পাঠান, যুগ্ম সচিব আবু সুফিয়ান ফারুক, কপিল উদ্দিন, আব্বাস উদ্দিন, সেলিম রেজাসহ জেলা পর্যায়ে সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিল।