টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে RAB-8 এর সিও এর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন RAB-8 এর সিও জামিল হাসান (এডিশনাল ডিআইজি)। এ সময় অন্যান্যদের মধ্যে মাদারীপুর ক্যাম্পের ইনচার্জ,কম্পানি কমান্ডার সাদিকুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম, সহ ঊর্ধ্বতন সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ফাতিহা পাঠ করে ৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরিদর্শন শেষে বঙ্গবন্ধুর সমাধিসৌধে রক্ষিত বইতে RAB-8 এর সিও জামিল হাসান (এডিশনাল ডিআইজি) মন্তব্য লিখে স্বাক্ষর করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *