টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান এর শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পগুচ্ছ অর্পন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পগুচ্ছ অর্পন করেন আজ ২৭ জুলাই সোমবার সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি। পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ(বিএনএফডব্লিউএ) এর প্রেসিডেন্ট বেগম মনিরা রওশন ইকবাল জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন। টুঙ্গিপাড়ায় অবস্থানকালে নৌপ্রধান জাতির পিতার স্থানীয় বাড়ি, জাদুঘর ও লাইব্রেরী পরিদর্শন করেন। পরে তিনি জাতির জনকের কবর জিয়ারত এবং তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বিএনএফডব্লিউএ খুলনা শাখার চেয়ারম্যান এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে অভিমত লেখেন ও স্বাক্ষর করেন। এসময় টুঙ্গিপাড়া ‍উপজেলা আওয়ামীলগের সাধারণন সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শেখ শুকুর আহম্মেদ, শেখ হীরা, সাবেক পৌর কাউন্সিলর মঈনুল ইসলাম অপু সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *