টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে র্যাব এর মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন
আজ ২৭ শে অক্টোবর দুপুর সাড়ে বারো টায় গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন (অতিরিক্ত আইজিপি) বিপিএম।
এসময় ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন অবস্থানকালে জাতির পিতার সমাধি সৌধ পরিদর্শন করেন।
পরে তিনি জাতির জনকের কবর জিয়ারত এবং তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, অপরাধী যত বড় ক্ষমতাশীল হোক না কেন কোন অপরাধি ছাড় পাবে না।
তিনি বলেন ইরফান সেলিমের বাড়িতে অভিযান চালিয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ধারায় আরো মামলা হবে যেটা প্রক্রিয়াধীন। আমরা কোন অপরাধীকে ছাড় দিছি না। তিনি আরো বলেন ধর্ষণের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ধর্ষণকারীদের আমরা আইনের আওতায় নিয়ে এসেছি ।
আজ দুপুরে টুঙ্গিপাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের এসব কথা জানান এর আগে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় পৌঁছান । এসময় সেখানে র্যাব এর ডিজি ইমতিয়াজ আহমেদ র্যাব এর সিইও আতিক ইসলাম, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সানোয়ার হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা নাকিব হাসান তরফদার, টুঙ্গিপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এফএম নাসিম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, পাটগাতী ইউনিয়ন এর চেয়ারম্যান মিলন মোল্লা ও শেখ পরিবারের সদস্য শেখ আদিলুর রহমান হীরা সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধে রক্ষিত বইতে মন্তব্য করেন।