টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের শ্রদ্ধা নিবেদন।

আজ শনিবার (১৭ ই  অক্টোবর ) সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পগুচ্ছ অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা.খান গোলাম মোস্তফা ও সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ডা. লিয়াকত হোসেন তপন। এসময় ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
টুঙ্গিপাড়ায় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা.খান গোলাম মোস্তফা ও সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ডা. লিয়াকত হোসেন তপন অবস্থানকালে তিনি জাতির পিতার সমাধি সৌধ পরিদর্শন করেন। পরে তিনি জাতির জনকের কবর জিয়ারত এবং তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *