টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মহাপরিচালকের শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
আজ বৃহস্পতিবার (১৭ ই সেপ্টেম্বর ) সকাল১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আহসানুল জাফর(অতিরিক্ত সচিব)। এসময় ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। টুঙ্গিপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আহসানুল জাফর(অতিরিক্ত সচিব)অবস্থানকালে তিনি জাতির পিতার সমাধি সৌধ পরিদর্শন করেন। পরে তিনি জাতির জনকের কবর জিয়ারত এবং তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় অতিরিক্ত মহাপরিচালক,পরিচালক(প্রশাসন),চীফ কনসালটেন্ট, অতিরিক্ত পরিচালক গোয়েন্দা,অতিরিক্ত পরিচালক(ঢাকা বিভাগ) সহ সরকারি বেসরকারী কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধু সমাধিতে রক্ষিত বইতে মন্তব্য লেখেন।