টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পানিসম্পদ উপমন্ত্রী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এবং পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। গতকাল (১৬ মার্চ) বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধুর কবরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি উপস্থিত ছিলেন।