গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে আগামী ১৭ ই মার্চ জাতীয় শিশু দিবস, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৭শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম,হেদায়েতুল ইসলাম, বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, আওয়ামী লীগ নেতা সাবেক পৌর মেয়র মোহাম্মদ ইলিয়াছ হোসেন , উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ দিদারুল ইমরান , অফিসার ইনচার্জ এএফএম নাসিম , পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম , সাধারণ সম্পাদক, মোঃ ফোরকান বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন ।
আলোচনা সভায় আগামী ১৭ ই মার্চ , ২৬ শে মার্চ ও ২৭ শে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।