টুঙ্গিপাড়ায় নৌবাহিনীর করোনা সুরক্ষা সামগ্রী ও পিপিই প্রদান
কৃপা মন্ডল, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধকল্পে গত ২৫ মার্চ হতে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে চলেছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে জনসচেতনতা বৃদ্ধি, ত্রান সহায়তাসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী। আজ ৭ জুলাই টুঙ্গিপাড়া সফরকালে রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে আগমন করেন এবং সমাধিস্থলে কর্তব্যরত সকলকে জরুরী জীবাণুনাশক সামগ্রী হস্তান্তর করেন।
এছাড়াও আজ খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা টুঙ্গিপাড়ার ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মা ও শিশু হাসপাতালে পিপিই , এন-৯৫ মাস্ক, স্যানিটাইজার, গগলস, স্পর্শবিহীন থার্মোমিটারসহ বিভিন্ন জীবাণূনাশক সামগ্রী হস্তান্তর করেন। এসকল দ্রব্যাদি প্রদানের ফলে ডাক্তার, নার্স ও হাসপাতালে কর্তরত স্টাফগত উপকৃত হবেন এবং এলাকার সাধারণ জনগণও এর সুফল ভোগ করবেন।
এসময় খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মোহা্ম্মদ মুসা, ক্যাপ্টেন মনিরুজ্জামান, লেঃ কমান্ডার মুহিনুজ্জামন, লেঃ কমান্ডার সাবরিনা, লেঃ সাহাল, লেঃ মাজেদ উপস্থিত ছিলেন।