গোপালগঞ্জ টুঙ্গিপাড়াঃ
ঈদকে সামনে রেখে শর্ত সাপেক্ষে সারাদেশের দোকানপাট আগামীকাল (১০ মে) থেকে খোলার অনুমতি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারের নির্দেশনায় মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন।
আজ বেলা ১১ টার দিকে উপজেলার পাটগাতী বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করনে সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক।
তিনি বলেন , মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশেনা অনুযায়ী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যমত্ম দোকানপাট খোলা রাখা যাবে। তবে বগ মার্কেটের প্রবেশদ্বারে অবশ্যই হাত ধোয়ার ব্যবস্থা অথবা ঞ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। দোকানে ভিড় কা যাবে না, সামাজিক দূরতব বজায় রেখে কেনাকাটা করতে হবে। আর অবশ্যই মাক্স পড়তে হবে ও স্বাসত্ম্য বিধি মেনে চলতে হবে। এছাড়া বাজারগুলোয় উপজেলা প্রশাসনের তদারকি থাকবে বলে জানান তিনি।