টুঙ্গিপাড়ায় দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে কয়েকটি দোকান। ক্ষয়ক্ষতি প্রায় ১০ লক্ষাধিক টাকার।

গতকাল আনুমানিক রাত ৩টায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নতুন বাজারে অগ্নি কান্ডের ঘটনাটি ঘটায় দুর্বৃত্তরা।

ঘটনা স্থলে গেলে জানা যায়, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে সোহেল ফকিরের দোকানের তালা ভেঙ্গে দোকানের ভিতরে ঢুকে কেরাসিন তৈল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পাশের দোকান খুলতে না পরে সাডারের নিচ দিয়ে পাইপে মাধ্যমে কেরসিন তৈল দিয়া আগুন ধরিয়ে দেয়।

গিমাডাঙ্গা নতুন বাজারের এই মার্কেটের মালিক শাহাজান ফকির, মার্কেটটি পরিচালোনা করেন তার ছেলে মোঃ সোহেল ফকির, মার্কেটের সবচাইতে বড় দোকান সোহেল ফকিরের দোকনে আনুমানিক মালামাল ছিলো প্রায় ৮ লক্ষাধিক টাকার। নগত টাকা ছিলো ৭০ হাজার টাকা। পাশের দোকান টি ছিলো ফেরদাউস শেখের ফার্নিচারের, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ২ লক্ষাদিক টাকার কাঠ ও ফার্নিচার। খবর পেয়ে টুঙ্গিপাড়ার ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়।

এ অগ্নিকান্ডের ব্যাপারে জানতে চাইলে দোকান মালিক সোহেল ফকির গনমাধ্যম কর্মীদের বলেন, আমার আতœীয় হান্নান সেখ, পিতা মৃতঃ ফকরুদ্দিন শেখ এর সাথে আমাদের এই জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ ও মামলা চলছিলো, মামলার রায়ও আমাদের পক্ষে এসেছে। আমাদেরকে আমার ফুপাতো ভাই আলিম শেখ (৩২) ও জাকারিয়া শেখ উভয়ের পিতা হান্নান শেখ, বারবার মার্কেট ছাড়ার হুমকি দেয়, মামলায় হেরে ক্ষিপ্ত হয়ে রাতের অন্ধকারে আমাদের দোকানে কেরাসিন তৈল দিয়ে পুড়িয়ে দেয়। আমি এর বিচার চাই।

ঘটনার খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলার এসিল্যান্ড মোঃ দিদারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় মোঃ সোহেল ফকির বাদী হয়ে একটি মামলা দায়ের করে যাহার নং-০৬ তাং-১৮/১১/২০২১ইং।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *