প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২০, ৩:৪৬ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় ঢাকা ফেরত আরো এক ব্যক্তির করোনা পজেটিভ
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তবে বিভিন্ন জায়গা থেকে আগত ব্যক্তিরাই করোনায় বেশি আক্রান্ত হচ্ছে। আজ মঙ্গলবার টুঙ্গিপাড়ায় ঢাকা ফেরত আরো এক ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তি টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দৈনিক শতবর্ষকে জানান, আক্রান্ত ব্যক্তি গত ৮ জুন ঢাকা থেকে নিজ গ্রাম শ্রীরামকান্দিতে আসেন। ১৫ জুন নমুনা সংগ্রহ করে ফরিদপুরে পাঠানো হলে আজ ১৬ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
ডা.জসিম উদ্দিন আরো জানান, আগামীকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের প্রতিনিধি দল ও থানার পুলিশ আক্রান্ত ব্যক্তির বাড়ি পরিদর্শনে যাবেন । যদি আক্রান্ত ব্যক্তির বাড়িতে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পরিবারের অন্যান্য সদস্যদের থেকে দূরত্ব বজায় রেখে থাকা সম্ভব হয় তাহলে তাকে তার নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হবে। আক্রান্ত ব্যক্তির বাড়িতে সেই পরিবেশ যদি না থাকে তবে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হবে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত