জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বেলা ১১ঃ৫৫ মিনিটে সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এসময়ে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। বিউগলে বেজে ওঠে করুন সুর।
পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ ই আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এরপর প্রধানমন্ত্রী আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ এবং মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম (এমপি) মোহাম্মদ ফারুক খান(এমপি) কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক (এমপি) ,জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আবুল হাসানাত আব্দুল্লাহ, শেখ হেলালউদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সাহারান নাসের তন্ময় এমপি, গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিদা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার আল-মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি,শেখ আবুল বসার খায়ের, সাধরাণ সম্পাদক,মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি,শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, ছাত্রলীগ সভাপতি,মোঃ রেজাউল হক বিশ্বাস, সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী দুপুর সাড়ে বারো টায় সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন । পরে তিনি বঙ্গবন্ধু ভবনে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ২:১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া থেকে হেলিকাপ্টার যোগে রওনা হন।