টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন । সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
বুধবার বিকাল ৪.৩০ মিনিটের সময় তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র সুরা ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধু'র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় স্বাস্থ্য বিধি মেনে এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল আহসান, বিআরডিবির মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম, টুঙ্গিপাড়ার উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌরমেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, অফিসার ইনচার্জ এএফএম নাসিম সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে পৃথকভাবে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।