টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কাপাসিয়া উপজেলা কৃষক লীগে
বাংলাদেশ গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ । তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় বাংলাদেশ কৃষক লীগের উপদেষ্টা ও সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা, কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের ভাগ্নে, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামসুল হক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিয়াউল হক নাসির, মেজর অবঃ শিবলী মোহাম্মদ সাদেক, ডক্টর রেদোয়ান আহমেদ চরমোনাই পীর সাহেবের পুত্র, মিস্টার ডালিম বড়ুয়া, ট্রাস্টি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, গোপালগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান গঞ্জের, সহ-সভাপতি শেখ ইনসান আলি, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নান্নু, সাবেক পৌর সভাপতি শেখ জাবেদ আলী,টুংগীপাড়া উপজেলা কৃষকলীগের সহ সভাপতি গাজী আব্দুল মালেক, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।