গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাসির উদ্দিন খান সংগঠনের সকলকে নিয়ে শুক্রবার বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ’৭৫-এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
[caption id="attachment_11094" align="alignnone" width="2560"] বঙ্গবন্ধুর সমাধিতে সিলেট জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা[/caption]
এ সময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, এ্যাড. শাহ ফরিদ আহমদ, এ্যাড. নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ড. আহমদ আল কবীর, এ্যাড. শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, মো.আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামসুল আলম সেলি সহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ।
এছাড়াও টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ জেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু লাইস মোল্যা, সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম খালিদ, যুবলীগ নেতা মোঃ ইমরান মোল্যা, ছাত্রলীগ নেতা শেখ হামীম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।