গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামে আবারোও একটি ছিনতাই এর ঘটনা ঘটে। প্রায়ই ঐ এলাকায় ছিনতাই এর ঘটনা সংঘটিত হয়। ছিনতাইয়ের চক্রের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। এলাকাবাসী ছিনতাই কারীদের ভয়ে ভীত। এবার ছিনতাইকারীদের খপ্পরে পড়ে গিমাডাঙ্গা গ্রামের রফিক ফকিরের ছেলে রাজিব ফকির। জানা যায় রজিব ফকির একজন তরুন ব্যাবসায়ী।
আভিযোগ এর বিবরণিতে পাওয়া যায়, রাজিব ফকির মটর সাইকেল যোগে বাসুরিয়া স্কুলের সামনে দিয়ে যাওয়ার পথে গিমাডাঙ্গা গ্রামের উত্তর পাড়ার কালাই শেখের ছেলে সাব্বির শেখ(২২), আসাদ শেখের ছেলে আকমান শেখ (২২) গিমাডাঙ্গা উত্তর পাড়া, মিতুল শেখ গহরডাংগা টুঙ্গিপাড়া সহ আরোও ৮/১০ জন তার মটর সাইকেলের গতিরোধ করে।
রাজিব ফকির মটরসাইকেল থামাতেই ছিনতাই চক্রের লিডার সাব্বির শেখ তাকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয়। ছিনতাই কারীরা তার কাছে থেকে ২ টি মোবাইল যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা. নগদ ২৫০,০০০ টাকা, ৮ আনা ওজনের একটি স্বর্নের চেইন যার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রাজিব বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাকে প্রচন্ড মারধর করে। ছিনতাই এর ঘটনা জানা জানি হয়ে গেলে এলাকাবাসীরা ছুটে আসে। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এলাকাবাসী রাজিব ফকিরকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ব্যপারে টুঙ্গিপাড়া থানায় রজিব ফকির বাদী হয়ে একটি আভিযোগ দায়ের করেন। আভিযোগের তদন্ত কর্মকর্তা টুঙ্গিপাড়া থানার এস এই সাইফুল বলেন, ঘটনাটি আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।