টুঙ্গিপাড়ায় গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাস ‘অক্টোবর ২০২০ উদযাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর গৌরবময় জন্মশতবার্ষিকীতে “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এ স্লোগানকে সামনে রেখে এলজিইডি যথাযথ মর্যাদার সঙ্গে মুজিব বর্ষ পালন করছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর অনুপ্রেরণায় এবং এই শ্লোগানকে বাস্তব রূপ দিতে এলজিইডির সকল স্তরের কর্মকর্তা কর্মচারী বদ্ধ পরিকর। এই ধারাবাহিকতায় বছরব্যাপী নিয়মিতভাবে সড়ক রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট সকল কে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করার নিমিত্তে এলজিইডি অক্টোবর ২০২০ মাসকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে আজ (১ লা অক্টোবর ) টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে এক বিশেষ র‍্য্যলীর আয়োজন করা হয়।

এসময় উক্ত চেতনা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ ফয়সাল আহমেদ বলেন, সারাদেশে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার জন্য মাঠ পর্যায়ে এলজিইডির সকল কর্মকর্তা ও কর্মচারী ব্যবহারকারী জনগোষ্ঠী ও জনপ্রতিনিধি গনের সম্পৃক্ততায় নিয়োগকৃত জনবল এবং ইতিমধ্যে সংগৃহীত নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে তাৎক্ষণিক সড়ক মেরামত কাজ জোরদার করতে হবে। এ লক্ষ্যে ৩০-০৫-২০২০ খ্রিস্টাব্দে 4 ঘটিকায় মাননীয় মন্ত্রী মহোদয় জুম অ্যাপস এর মাধ্যমে ডিজিটাল সভায় উক্ত অনুষ্ঠান উদ্বোধন  এর সম্মতি জ্ঞাপন করেছেন মাঠ পর্যায়ে উক্ত লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সততা এবং নিষ্ঠার একান্ত প্রয়োজন।

এ সময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার, উপজেলা প্রকৌশলী, এলজিইডি মোঃ ফয়সাল আহমেদ, মোঃ মীজানুর রহমান (সিও) এলজিইডি টুঙ্গিপাড়া সহ আরো অনেক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *