টুঙ্গিপাড়ায় গাছের চারা রোপন ও বিতরন


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের বিভিন্ন প্রকার ফলের চারা রোপণ ও বিতরন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার দুপুরে গোপালগঞ্জ জেলায় বিএআরআই এর কৃষি গবেষনাকেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের পরিবেশ প্রতিবেশ উপযোগী গবেষনা কার্যক্রম জোরদার করনের মাধ্যমে কৃষির উন্নয়ন প্রকল্পের অর্থায়নে টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা ইম্পাউন্ডিং ওয়াটার রিজার্ভার প্রাঙ্গনে একটি আম গাছের চারা রোপণ করা হয়। পরে পৌর এলাকার কৃষকদের মাঝে প্রায় চার শতাধিক লেবু, আম ও নারকেল গাছের চারা বিতরণ করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।
এসময় গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের সিএসও ও প্রকল্প পরিচালক ড. এমএম কামরুজ্জামান, টুঙ্গিপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, অতিরিক্ত প্রকৌশলী ইমরান হোসেন, কাউন্সিলর আলমগীর হোসেন, চাঁন মিয়া, কেরামত মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।