প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৪:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৩, ৭:০২ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় ওয়ারেন্ট ভুক্ত ও সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেফতার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাজা প্রাপ্ত পলাতক ওয়ারেন্ট ভুক্ত পাঁচ আসামি আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে টুঙ্গিপাড়া থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ও অন্যান্য পুলিশ সদস্যরা।
আসামিরা হলেন ৬ মাসের সাজাপ্রাপ্ত পাটগাতি দক্ষিণ পাড়া গ্রামের মৃত সামচু গাজীর ছেলে ওমর গাজী (৩৫) ওয়ারেন্টি ভুক্ত টুঙ্গিপাড়া গ্রামের মৃত মনসুর শেখের ছেলের রফিক শেখ (৫০) , চর কুশলি গ্রামের মৃত হায়েত আলী মোল্ল্যার ছেলে আবুহার মোল্ল্যা (৩৪), একই গ্রামের হারুন শেখের ছেলে মহসিন শেখ (৩৫) ও বাঁশবাড়ীয়া গ্রামের মৃত তহন তালুকদারের ছেলে রেজাউল তালুকদার (৫৫)।
এ তথ্য নিশ্চিত করে টঙ্গীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মুনসুর। তিনি বলেন রবিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশের বিশেষ অভিযানে সিআর ও জিআর মামলায় পলাতক সাজাপ্রাপ্ত, ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামিদের আটক করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত