গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘের পাড়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত উচ্চ ফলনশীল টমেটো উৎপাদন কলাকৌশল ও রোগবালাই দমন ব্যবস্থাপনার উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গোপালগঞ্জ জেলায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিসার জামাল উদ্দিন। বিশেষ অতিথির ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকি, প্রকল্প পরিচালক ডঃ এম এম কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের ডিপিডি ডঃ হারুনার-রশিদ, এসএসও মহসিন হাওলাদার, ডিটিও আব্দুল কাদের সরদার, টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন প্রমুখ। এপ্রশিক্ষণের টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়ন ও পৌর এলাকার ১২০ জন টমেটো চাষী অংশ নেন।